আশাশুনি প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান এর সাতক্ষীরায় আগমন ও কর্মী সম্মেলন সফল করতে আশাশুনির শ্রীউলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বেলা ৩ টায় বকচর জামে মনজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমীর মাওঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী শাহিনুর ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার ছিদ্দিক, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নূরুল আফসার মুর্তজা, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা যুব জামায়াতের সভাপতি ডাঃ রোকনুজ্জামান রোকন, শ্রমিক কল্যাণ নেতা মাসুম বিল্লাহ খান প্রমুখ। সভায় মাওঃ আব্দুর রহমান, মাওঃ আব্দুল হাকিম, মেম্বার আব্দুর রাজ্জাক, আবারুল ইসলাম, মৌলভী আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত