
বিজ্ঞপ্তি : আগামীকাল বুধবার মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে পালিত হবে। বিকেল সাড়ে ৩টায় গোলকমণি শিশু পার্ক (ধর্মসভা)-এ আলোচনা সভার উদ্বোধন করবেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি থাকবেন সেখ সালাহ্উদ্দিন জুয়েল এমপি। সম্মানিত অতিথি থাকবেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এবং জেলা পরিষদচেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি কৃষ্ণপদ দাশ। সভাপতিত্ব করবেন মহানগর পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল হালদার। উদ্বোধনের পর গোলকমণি শিশু পার্ক (ধর্মসভা) থেকে ধর্মীয় শোভাযাত্রা ও নগর সংকীর্ত্তন নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোলখোলাস্থ শ্রীশ্রী শীতলাবাড়ী ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হবে এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।