বিজ্ঞপ্তি : খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, দলের ভিতর থেকে কেউ ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করে চিরতরে রাজনীতি থেকে বিদায় দেয়া হবে। ষড়যন্ত্রকারী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কতিপয় ষড়যন্ত্রকারী নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। সে দিকে কেউ কর্ণপাত না করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে নৌকায় ভোট চেয়ে বিজয়কে নিশ্চিত করতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তালুকদার খালেকের বিজয় মানে বঙ্গবন্ধুর আদর্শের বিজয়, নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। সুতরাং ষড়যন্ত্রকারীদের দিকে বিশেষ নজর রেখে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শুক্রবার নগরীর খালিশপুরে ১১, ১২, ১৩, ১৫ ও ২৬নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আশরাফুল ইসলাম, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মফিদুল ইসলাম টুটুল, এ কে এম সানাউল্লাহ নান্নু, মনিরুল ইসলাম বাশার, এস এম আকিল উদ্দিন, মো. জাকির হোসেন, মোর্শেদ আহমেদ মনি, খুরশীদ আহমেদ টোনা, মো. সফিউল্লাহ, আহমেদ আলী, জিয়াউল আলম খান খোকন, আসলাম আলী, শেখ রুহুল আমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত