
গিলাতলা ৫নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় বক্তারা
খানজাহান আলী থানা প্রতিনিধি : দ্রব্যমূল্যের উর্ধগতি, অব্যাহত লোডশের্ডিং মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়ে বিরোধী ভিন্নমতের নেতা-কর্মীদের পুলিশি নির্যাতনের প্রতিবাদে এবং অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে খানজাহান আলী থানা বিএনপির ধারাবাহিক কর্মসুচির অংশ হিসাবে শুক্রবার আছরবাদ আটরা গিলাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়।
গিলাতলা পাকার মাথায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি, অব্যাহত লোডশেডিং দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপন ব্যহত হচ্ছে। অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রিয় ক্ষমতায় অবৈধ ভাবে টিকে থাকতে বিরোধী ভিন্ন মতের নেতা-কর্মীদের মিথা ও হয়রানীমূলক মামলা দিয়ে পুলিশি নির্যাতন করছে। বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
আটরা-গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং গোলাম মোস্তফার সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জেলার সাবেক যুগ্ন আহবায়ক এস এ রহমান বাবুল। প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা সদস্য সচিব ও মহানগর আহবায়ক কমিটির সদস্য আবু সাঈদ হাওলাদার আব্বাস। বিশেষ অতিথি ছিলেন মহানগর সদস্য ও আটরা-গিলাতলার আহবায়ক শেখ আব্দুস সালাম, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, শেখ রফিকুল ইসলাম মাষ্টার। বক্তৃতা করেন মীনা মুরাদ হোসেন, ফকির রবিউল ইসলাম, সরদার নজরুল ইসলাম, মীর শওকত হোসেন হিট্টু, ওবায়দুর রহমান চয়ন, আব্দুস সামাদ মাস্টার, সরদার মোস্তাক আহমেদ, শরিফুল ইসলাম, শেখ আসলাম মোল্যা, সরদার বিল্লাল হোসেন, মো. সরওয়ার, নুরুল ইসলাম নুরু, ইব্রাহীম খলিল. ঊাচ্চু শেখ, আব্দুল রাজ্জাক, আনোয়ার হোসেন, হাদিউজ্জামান, শেখ আবুল হোসেন, মীনা এহসান, ইউপি সদস্য মো. মামুন শেখ, মিরাজ শিকদার প্রমুখ নেতৃবৃন্দ।