পিরোজপুর প্রতিনিধি : আওয়ামী ফ্যাসিবাদী ক্যাডারদের প্রত্যক্ষ হামলা ও অস্ত্র দিয়ে নৃসংষভাবে হত্যার পরিকল্পনা নিয়ে মাঠ পর্যায়ের এক স্বেচ্ছাবেক দলের সভাপতিকে চিরতরে পঙ্গু করে দেয়ার অভিযোগ উঠেছে। পিরোজপুর প্রেসক্লাবে রোববার সকালে লিখিত এক অভিযোগ পত্রে বিভৎস এসব চিত্র উঠে এসেছে। সংবাদ সম্মেলনে পঙ্গুত্ববরনকারি স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ শেখের ছোট ভাই আনিস শেখ ও তার মা মিনারা বেগম অশ্রুজলে সিক্ত হয়ে পৈশাচিক এসব ঘটনার বিবরন তুলে ধরেন গনমাধ্যম কর্মীদের কাছে। এসময় আরও উপস্থিত ছিলেন-চাচা হেমায়েত খান, সাকিল খান, নূর ইসলাম শেখ, মোঃ হায়দার শেখ ও ফেরদৌস খান।
লিখিত বিবরনে অভিযোগকারিরা বলেন, ২০১৪ সালের সালের ৬ অক্টোবর সকাল ৭টার সময় ধান মাড়াইর একটি মেশিন কেনার জন্য হানিফ শেখ বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হলে পূর্ব রাজনৈতিক প্রতিহিংষার জের ধরে পশ্চিম বুইচাকাঠি কুদির বাড়ি ব্রীজের কাছে পৌঁছালে নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জুর নেতৃত্বে আওয়ামী ক্যাডাররা দেশীয় অস্ত্র, জিআই পাইপ ও হকিস্টিক নিয়ে বেদম প্রহার ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে পুনরায় ধরে এনে উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে এনে তৎকালীর এমপি এমএ আউয়াল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান খন্দকারের সামনে বসেও বর্বোরোচিতভাবে নির্যাতন চালায়।
অভিাযোগে তারা আরও জানান, জঘন্য এ হামলার দশ বছরেও তারা মামলার কোন সুযোগ না পেয়ে পালিয়ে পালিয়ে বেড়াতেন। বর্তমানে অন্তবর্তী সরকার ক্ষমতায় আসায় এখন তারা এ সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছেন এবং হামলার নির্দেশদাতা ও ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনের আশ্্রয় নেয়ার জোড় দাবী করেন। উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কলাতলার কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভিকটিমের ছোট ভাই আনিস শেখ বলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত আমরা সবাই তৎকালীন আওয়ামী নেতাদের রোষানলে পড়ে অসংখ্য মিথ্যা মামলায় জেল খেটেছি, শারিরীকভাকে লাঞ্চিত হয়েছি, ঘরবাড়িতে আগুন ও লুটপাট করে আমাদেরকে যাযাবর করে দিয়েছে। এখন নিরুপায় হয়ে এত বছর পর গনমাধ্যম কর্মীদের সরনাপন্ন হয়ে জানাচ্ছি, আমার পঙ্গুত্ববরনকারি বড় ভাই হানিফ শেখের দোষীদের গ্রেফতার করে সুষ্ঠ বিচার ও তার চিকিৎসার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে প্রার্থনা করছি।
সংবাদ সম্মেলনে অভিযোগ: আওয়ামী এমপির নির্দেশে নৃসংষ হামলা
Leave a comment