জন্মভূমি রিপোর্ট : দাকোপ উপজেলার পার চালনা গ্রামে নিজ ভোগ দখলীয় ০.৩২ একর জমি দখলের পাঁয়তারা করছে সত্যেন্দ্রনাথ মন্ডল ও তার সহযোগীরা। গত ২১ জুন জমির মালিক গোবিন্দ মন্ডলকে সত্যেন্দ্রনাথ মন্ডল, দিবাকর মন্ডল ও শুভংকর মন্ডলসহ তাদের সহযোগীরা ভয়ভীতি, মারধোর ও খুন জখম করার হুমকি প্রদান করে। এদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছে গোবিন্দ মন্ডল ও তার পরিবার। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন গোবিন্দ মন্ডলে স্ত্রী উর্মিলা মন্ডল উর্মি। তিনি বলেন, এই হুমকির ঘটনায় ২২জুন ৪জনের নামে দাকোপ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। যার নং ৮৪৭। এই চক্রটি আমাদের নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ এনে আবেদন করলে তা মিথ্যা প্রমানিত হয়। ভোলানাথ মন্ডল বাদি হয়ে আদালতে দেওয়ানি মামলা করলে তা খারিজ হয়ে যায়।
সম্মেলনে তিনি বলেন, ভোলানাথের মৃত্যুর পর তার তিন পুত্র সত্যেন্দ্রনাথ মন্ডল, দিবাকর মন্ডল ও শুভংকর মন্ডল আমার বিরুদ্ধে দেওয়ানি মামলা করে। যা বিচারাধিন রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় আমার স্বত্ব দখলিয় সম্পত্তি দখলে জন্য ঘেরা বেড়া দেয়ে দখলের পাঁয়তারা করে। আমার বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্র করছে। গায়ের জোরে আমার জমি দখল করতে চায়। সত্যেন্দ্রনাথ মন্ডল নিজেদের অপরাধ ঢাকতে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করে। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।