
জন্মভূমি রিপোর্ট : খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, সংবিধানকে সমুন্নত রেখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের রায় ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যাবে না। যারা জনবিচ্ছিন্ন তারা নির্বাচনকে ভয় পায়। সেজন্যই তারা দেশের মানুষকে অবরুদ্ধ আর নির্যাতন করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। তিনি আরো বলেন, কোন সন্ত্রাসী রাজনৈতিক দলকে ক্ষমতায় যেতে দেয়া হবেনা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইসলামাবাদ কমিউনিটি সেন্টারে ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। সোনাডাঙ্গা থানা সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, কোষাধ্যক্ষ শেখ নুর মোহাম্মদ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, রনজিৎ কুমার ঘোষ, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, কাউন্সিলর মাহমুদা বেগম, খলিলুর রহমান, নুরজাহান রুমি। ওয়ার্ড সাধারণ সম্পাদক হাজী মোতালেব মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন আমির হোসেন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, জাহিদুল হক, ইদ্রিস আলী, মেহজাবিন খান, হাসান, কবিতা ইসলাম ওসি, লাকি আক্তার, আল আমিন, ডাঃ জাহিদ, ওহিদুল ইসলাম, দিপু মোল্লা, নওশের আলী, আরিফুল ইসলাম, আরজুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
শোকসভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।