
জন্মভূমি ডেস্ক : সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) সংসদ নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বৃহস্পতিবার দুপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন আইন অনুযায়ী ভোটারদের কেন্দ্রে আসতে কেউ বাধা সৃষ্টি করলে, তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাশেদা সুলতানা আরও জানান, সব ধরনের সহিংসতা প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। রাশেদা সুলতানা বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাযথ নিয়মে ইসি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবে। এই বিষয়ে কোনো চাপ নেই।’