জন্মভূমি রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কখন, কোন প্রক্রিয়ায় হবে তা জানা যাবে আগামীকাল বুধবার সকাল ১০টায়। নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষিত হবে তা আগামীকাল (বুধবার) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেব। নভেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার কথা ইতোমধ্যে কমিশন জানিয়ে আসছে। সেক্ষেত্রে ১৫ নভেম্বর বুধবারই তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, সবকিছুর বিষয়ে বুধবার জানিয়ে দেব।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু যে চিঠি দিয়েছেন, তাতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি না—এমন এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘অবশ্যই না। কোনো প্রভাব পড়বে না।’
ডোনাল্ড লুর চিঠির বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘প্রথমত, এটি সংলাপের চিঠি কি না, এটি তো কমিশন অবহিত নয়। কমিশন তার নিজস্ব গতিতে, সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ ঘোষণা করেছে, সেভাবেই অগ্রসর হচ্ছে।’
বরাবরই প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রধান নির্বাচন কমিশন জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতিকে অবহিত করেন। এবারও সে রেওয়াজ অব্যাহত থাকবে। অতীতে সব নির্বাচনে নির্বাচন কমিশন থেকে সিইসির ভাষণ রেকর্ড করে তা বিটিভি ও বেতারে সন্ধ্যায় সম্প্রচার করা হতো।
এবার কী তফসিল সংক্রান্ত সিইসির ভাষণ সন্ধ্যায় ‘লাইভ সম্প্রচার হবে’ কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি সত্যিকার অর্থে আমার ওপর বিশ্বাস রাখেন, কাল সকাল ১০টায় জানিয়ে দেব।
এর আগে এক নির্বাচন কমিশনার জানান, আগামীকাল বুধবার বিকেল ৫টায় তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়ে কমিশনের সভা রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত