
বিজ্ঞপ্তি : খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের শেরে বাংলা রোডস্থ বাসভবনে মঙ্গলবার বেলা ২টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা’র মহানগরের আওতাধীন সদর ও সোনাডাঙ্গা ২টি থানার ৪০টি পূজামণ্ডপের তালিকা প্রদান করা হয়। এছাড়াও নেতৃবৃন্দ বর্তমানে যে সমস্ত মন্দিরে প্রতিমা নির্মাণের কাজ চলছে সেখানে নিরাপত্তারসহ আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনের সহযোগিতা কামনা করেন। এ সময় পুলিশ কমিশনার মহোদয় খুলনা মহানগরীতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে মর্মে অভিব্যক্তি প্রকাশ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, রতন কুমার নাথ, উজ্জ্বল ব্যানার্জী, সাংবাদিক বিমল চন্দ্র সাহা, রবীন কুমার দাস, অলোক কুমার দে, বিকাশ কুমার সাহা, রামচন্দ্র পোদ্দার প্রমুখ নেতৃবৃন্দ।