জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, তিলোত্তমা নগরী করতে হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার কোন বিকল্প নাই। সে কারণেই ক্ষুদ্র মাঝারি শিল্প ও উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন শিক্ষিত যুবক-যুবতীদের মেধা ও দক্ষতাতে কাজে লাগিয়ে স্মার্ট নগরী করতে হবে। এদেরকে সার্বিক সহযোগিতা করতে সমাজের সকলের প্রতি আহবান জানান। সমাজে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের বসবাস। সবার সহযোগিতায়ই সমাজ ও রাষ্ট্র আজ উন্নয়নের মহাসড়কে। সেজন্যে সকলের ক্ষুদ্র-ক্ষুদ্র ত্যাগ বড় ধরনের বিজয় আনতে পারে। এই ত্যাগকে কাজে লাগাতে হলে দেশ বা সরকার পরিচালনার জন্য দরকার একটি দক্ষ প্রশাসনের। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সকল শ্রেনি-পেশার মানুষকে এক হয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। সেজন্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে ১২ জুনের নির্বাচনে ভোট কেন্দ্রে যেয়ে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
রোববার সকালে নগরীর বাংলাদেশ ব্যাংক এলাকা হতে পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা মোড়, ফেরীঘাট মোড় এলাকা পর্যন্ত ব্যাংক এবং অফিস এলাকায় এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, লাবু, মো. মফিদুল ইসলাম টুটুল, মো. মোজাম্মেল হক হাওলাদার, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, শরীফ মোতুর্জা, হাফেজ আব্দুর রহীম, মুন্সি সেলিমুজ্জামান, আব্দুল ওহাব, আব্দুর রহমান, শেখ পীর আলী, মুন্সি মো. সেলিম হোসেন, এমরানুল হক বাবু, সিবিএ নেতা হারুনুর রশীদ, আলী গিয়াস, জহির আব্বাস, জব্বার আলী হীরা, মাহমুদুল হাসান শাওন, নিশাত ফেরদৌস অনি, সালমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে তিনি বিকেলে নগরীর নিউ মার্কেট এবং সংশ্লিষ্ট এলাকায় হরিজন ও খ্রিস্টান সম্প্রদায়ের এবং সন্ধ্যা ৭টায় খালিশপুরে পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় করেন।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় অধ্যক্ষ শহিদুল হক মিন্টুর নেতৃত্বে নগরীর ময়লাপোতা মোড় এলাকায় গণসংযোগ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন অধ্যা. আমিনুর রহমান, অধ্যা. মেহেদী মির্জা, অধ্যা. আব্দুস সালাম, অধ্যা. জি এম মহিদুজ্জামান, অধ্যা. নাসির উদ্দিন, রেজিনা আক্তার, রাহুল রাহা, তনুশ্রী প্রমুখ।