মোংলা প্রতিনিধি : বর্তমান সরকারের ঘোষণা, দেশের এক বিন্দু জমিও পতিত থাকবেনা। সকল কৃষি উপযোগী জমিতে ফসল ফলানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ আহবান বাস্তবায়নে মোংলা উপকুলের সকল কৃষি জমিতে ফসল ফলাতে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। বার্ষিক কৃষক মাঠ দিবস উপলক্ষে মোংলার কানাইনগর সার্বজনীন পুজা মন্দির মাঠে নবলোক রির্সোস প্রকল্পের আয়োজনে শনিবার ওই কৃষি পণ্য প্রদর্শন কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে একথা বলেন উপমন্ত্রী।
লবণাক্ত উপকুলীয় এলাকায় কৃষি চাষে সবাইকে উৎসাহিত করতে পট গানের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে। এছাড়া স্থানীয় কৃষকদের উৎপাদিত নানা জাতের সবজি ও নানা কৃষি পণ্য প্রদর্শন করা হয় পুজা মন্দিরের মাঠে। কৃষি পন্য প্রদর্শন কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে উপমন্ত্রী ছাড়া আরো উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইসরাফিল হাওলাদাল সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। প্রদশর্নী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে মোংলা উপকুলের বিপুল সংখ্যক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।