জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন কাজ করেছেন। তিনি নগরীর উন্নয়নে ১৫শ’ কোটি টাকা দিয়েছেন। খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। এসব উন্নয়ন কার্যক্রমগুলোর অধিকাংশই শেষ হয়েছে। বাকি কাজগুলো অচিরেই শেষ হবে। তিনি বলেন, খুলনার উন্নয়নে আওয়ামী লীগ সরকারই কেবল কাজ করে। খুলনাকে মডেল নগরী হিসেবে গড়তে আরো বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে খুলনায় আবারও নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই। সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের মোকাবেলা করে বিজয়ী হতে হবে। রোববার সকালে নগরীর ২৪নং ওয়ার্ডের মুসলমান পাড়া, ২৯নং ওয়ার্ডে কাস্টমঘাট এবং নগরীর আহসান উল্লাহ কলেজে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জেড এ মাহমুদ ডন, মঈনুল ইসলাম নাসির, আব্দুল হাই পলাশ, আতাউর রহমান শিকদার রাজু, এ্যাড. শামীম মোশাররফ, শেখ নজিবুল ইসলাম নজিবসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত