
বিজ্ঞপ্তি : বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ খুলনা বিভাগীয় শাখার আয়োজনে সমবেত সঙ্গীত ও আরোক প্রজ্জ্বলনের মাধ্যমে মাহান ভাষার মাস ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গত বুধবার শহীদ হাদিস পার্কে সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ খুলনা বিভাগীয় শাখার আয়োজনে সমবেত সঙ্গীত ও আরোক প্রজ্জ্বলনের মাধ্যমে মাহান ভাষার মাস ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভাষার মাস ও ভাষা শহীদদের স্মরণ করা হয়। সংগঠনের আহ্বায়ক রকিবা খান লুবার সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মাহফুজুর রহমান মুকুল। উক্ত আয়োজনে কর্মসূচির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন মো: আশরাফুল আলম রনি এবং সমবেত সঙ্গীত সঞ্চালনা করেন লুৎফুন্নাহার পলাশী। সমবেত কন্ঠে ভাষার গানের সাথে সাথে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে মহান ভাষা দিবস ও ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। উক্ত কর্মসূচিতে রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, উদীচী, দ্রাবিড়, গানের তরী, অনিকেত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, লাল বউল খেলাঘর আসর, শিশুস্বর্গ খেলাঘর আসরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত