শিব শংকর মন্ডল
অর্থ সঞ্চয় যে জন করে
সেইতো জ্ঞানী হয়।
সুখের পরে দুঃখ আসলে
টাকার প্রয়োজন হয়।
অভাব যখন দেখা দেয়
বন্ধু বান্ধব ছেড়ে যায়।
টাকা থাকলে হয়না পর
থাকে টাকার নেশায়।
টাকা জমালে চিন্তা থেকে
হওয়া যায় মুক্ত।
জ্ঞানীর কাজ অর্থ সঞ্চয়
সবার কাছে সে হয় ভক্ত।
আয় বুঝে ব্যয় করো
সুখ আসবে সংসারে।
পিঁপড়ে দেখে শিক্ষা নাও
খেয়ে যায় মিষ্টি মধু সাথে যায় নিয়ে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত