
বটিয়াঘাটা অফিস : সড়ক দুর্ঘটনায় বটিয়াঘাটা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক ইমরান হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। তাকে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, তাকে জরুরি চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার দুপুর তিনটার দিকে বটিয়াঘাটা থানার সামনে মোটরসাইকেলযোগে কর্মস্থল আসার পথে বিপরীত থেকে আসা একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় তিনি পা এবং কোমরে আঘাতপ্রাপ্ত হন। পথচারীরা তাকে দ্রুত বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষা ছাড়া তার শরীরের কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বলা সম্ভব নয়।