
বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ীকরণের লক্ষ্যে করনীয় ও কর্মপরিকল্পনা নির্ধারণে বৃহস্পতিবার সদর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সদর থানা মৎস্যজীবী লীগের আহবায়ক আল আমিন গাজীর সভাপতি এবং সদস্যসচিব এস এম আবুল হোসেন পিয়ারের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার। প্রধান বক্তা ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এড. ইব্রাহীম খলিল ইমন। বিশেষ অতিথি ছিলেন মহানগর দপ্তর সম্পাদক তন্ময় সরকার, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ সজল।
সভায় আরো উপস্থিত ছিলেন জাহিদ চৌধুরী, আফজাল হোসেন, বিদ্যুৎ, নয়ন, শেখ শামীম, আব্দুল হান্নান, মোহাম্মদ আলী, মোঃ মুকুল গাজী, আজগর আলী, আশরাফুল আলম শিমুল, রবিউল ইসলাম বাবু, সাব্বির হোসেন, মাহবুব খানসহ বিভিন্ন ওয়ার্ডের মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দ।