
জন্মভূমি রিপোর্ট : সুন্দরবন পশ্চিম বন বিভাগে ভ্রমণ সহকারীর দপ্তরের নৈশপ্রহরী রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের ইব্রাহিম সেখের পুত্র সিরাজুল ইসলাম ভুয়া সনদ ও বয়স জালিয়াতি করে চাকুরির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশে তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার তদন্ত রিপোর্ট প্রকাশ করবে আজ বৃহস্পতিবার।
এর আগে তার বিরুদ্ধে ভুয়া সনদ ও বয়স জালিয়াতি করে চাকরির ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে গত ১৬ আগস্ট সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। একই সঙ্গে প্রধান বন সংরক্ষক, বন সংরক্ষক (খুলনা সার্কেল) এবং দুর্নীতি দমন কমিশন বরাবর অভিযোগের অনুলিপিও প্রেরণ করা হয়েছে। যা নিয়ে বিভিন্ন গণ-মাধ্যমে সংবাদ প্রকাশ হয়। যার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সুন্দরবন পশ্চিম বন বিভাগ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। সুত্র জানায়, তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ হবে আজ বৃহস্পতিবার। এ নিয়ে নগরীর নাগরিক নেতাদের দাবি একটি স্বচ্ছ, সুন্দর ও নিরপেক্ষ তদন্ত রিপোর্ট। যার ফলে কমে যাবে দুর্নীতি প্রবণতা।
জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন বলেন, ভুয়া সনদ ও বয়স গোপন করে চাকরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রবণতা কমাতে তদন্ত রিপোর্ট অবশ্যই সুন্দর, স্বচ্ছ ও নিরপেক্ষ হোক। প্রকৃত দোষীকে শাস্তির আওতায় এনে শাস্তি দেয়া হোক।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, অভিযুক্ত সিরাজুল ইসলামের বিরুদ্ধে করা অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করছি। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত এখন-ই কিছু বলা যাচ্ছে না। তবে তদন্তে যদি তিনি দোষি প্রমানিত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।