
বিজ্ঞপ্তি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা গতকাল শনিবার বেলা ১২টায় খুলনার শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের যেকোন ন্যায়সঙ্গত দাবী বাস্তবায়নে সরকার সচেষ্ট রয়েছে। কারণ বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আর মহান মুক্তিযুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদেরও অন্য ধর্মের মানুষের মত অবদান রয়েছে। এজন্য মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সনাতন ধর্মাবলম্বীদের প্রিয় সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদকে অগ্রগামী ভূমিকা রাখতে হবে। আরও বলেন আশা করি নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি খুলনা জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ রেখে তাদের ন্যায় সঙ্গত দাবী বাস্তবায়নে সচেষ্ট হবে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমান সাহার পরিচালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী, মহানগর আওয়ামলীগের সাধারণ সম্পাদক এম,ডি, এ বাবুল রানা, পূজা পরিষদরে কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, সাবেক সংসদ ননী গোপাল মন্ডল, মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধড়া, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর জেড, এ, মাহমুদ ডন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: শ্যামল দাস, শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরনী মন্দির কমিটির সভাপতি শ্যামা প্রসাদ কর্মকার প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশ ও সাধারণ সম্পাদক বিমান সাহার নেতৃত্বে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ অনুমোদিত ৮১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ৮১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন।

