
বিজ্ঞপ্তি
খুলনায় ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে বিভিন্নভাবে দেশের জনগণ নির্যাতনের শিকার হচ্ছে। আইন-শৃংখলা বাহিনী জনগনের নিরাপত্তার পরিবর্তে উল্টো তাদের ওপর নির্যাতন চালালে মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হয়। বক্তারা গুম ও বিচারবহিভর্‚ত হত্যাসহ সব ধরণের নির্যাতন-নিপীড়ন বন্ধ করে দোষীদের বিচারের সম্মুখীন করার দাবি জানান।
দিবসটি উপলক্ষে ২৬ জুন রোববার সকাল সাড়ে ১০ টায় নগরীতে আয়োজিত আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক ও রাজনীতিক কাজী মোতাহার রহমান বাবু। প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের খুলনা মহানগর আহবায়ক ও কেন্দ্রীয় নেতা অ্যাড. ড. মো. জাকির হোসেন।
সভায় ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস’র বিবৃতি পড়ে শোনান সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুহাম্মদ নূরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক এনটিভি’র খুলনা বিভাগীয় প্রধান আলহাজ মুহাম্মদ আবু তৈয়ব মুন্সি, নিউ নেশনের খুলনা ব্যুরো প্রধান মুনীর উদ্দিন আহমদ ও জেএসডি’র কেন্দ্রীয় নেতা লোকমান হাকিম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখার আহবায়ক মুনীর চৌধূরী সোহেল, নিরাপদ সড়ক চাই-নিসচা’র জেলা সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, গেøাবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, নাগরিক নেতা শাহরিয়ার নাজিম, যুব অধিকার পরিষদ খুলনা মহানগর আহবায়ক মো. বিল্লাল হোসেন, ছাত্র অধিকার পরিষদের নেতা রাজু হাওলাদার, পুলিশের হাতে নির্যাতনের শিকার মো. শাহজালাল, তার স্ত্রী রাহিলা বেগম, স্বজন নাসিমা বেগম, রাকিবুল ইসলাম, মানবাধিকার কর্মী মো. শহিদুল ইসলাম, এম এ আজিম, মো. বদরুজ্জামান, হাফেজ মো. কামরুজ্জামান, মো. জামাল হোসেন, আয়শা খাতুন, মো. সিরাজুল ইসলাম, বনি সরকার, জান মোহাব্বত প্রমুখ।