
জন্মভূমি ডেস্ক : মসজিদুল হারামের (পবিত্র কাবা শরিফ) ইমাম ও খতিব শেখ ফয়সাল গাজ্জাভি ইমানদারদের সমাজে ক্রমবর্ধমান অনৈতিক প্রবণতা, বিশেষ করে যৌন বিকৃতি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমকামিতা একটি জঘন্য অপরাধ।
শুক্রবার জুমার নামাজের খুতবায় কাবা শরিফের ইমাম আরও বলেন, সর্বশক্তিমান আল্লাহ তার বান্দাদের সঠিক প্রবৃত্তির উপর সৃষ্টি করেছেন। তিনি তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য দিয়েছেন এবং মন্দকে ঘৃণা করেছেন।
শেখ গাজ্জাভি বলেন, শয়তান মানুষকে সত্য ধর্ম থেকে বিভ্রান্ত করে। এর ফলে মানুষ আল্লাহর আইন ও বিধান লঙ্ঘন করে এবং সুস্থ মন ও উদার প্রবৃত্তি থেকে বিচ্যুত হয়।
তিনি বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের পুরুষ ও নারী হিসেবে পার্থক্য করেছেন। তিনি তাদের প্রত্যেককে নিজস্ব বৈশিষ্ট্য ও গুণ দিয়েছেন।
ইমাম উল্লেখ করেছেন যে, পুরুষ এবং নারীদের সহজাত প্রবৃত্তি লঙ্ঘন করতে প্ররোচিত করে শয়তান। এ সময় তিনি হাদিস শরিফের উদ্ধৃতি দিয়ে বলেন, এমন ব্যক্তিদের ওপর রাসুলুল্লাহ (স.) অভিশাপ দিয়েছেন।