By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
Reading: সমন্বিত হিসাবের অর্থ আত্মসাত ঠেকা‌তে আসছে নতুন ‘প্ল্যাটফর্ম’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > সমন্বিত হিসাবের অর্থ আত্মসাত ঠেকা‌তে আসছে নতুন ‘প্ল্যাটফর্ম’
অর্থনীতি

সমন্বিত হিসাবের অর্থ আত্মসাত ঠেকা‌তে আসছে নতুন ‘প্ল্যাটফর্ম’

Last updated: 2024/11/21 at 12:22 PM
স্টাফ রিপোর্টার 9 months ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের রক্ষিত অর্থ কনসোলিডেটেড কাস্টমার অ্যাকাউন্ট (সিসিএ) বা সমন্বিত গ্রাহক হিসাব থেকে আত্মসাত ’ করার অভিযোগ রয়েছে, যার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের প্রয়োজন হয়ে উঠেছে। বিভিন্ন সময় নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কঠোরতা আরোপ করা হলেও পর্যাপ্ত নজরদারির অভাবে থেমে নেই সিসিএ-এর অর্থ লোপাট কর্মকাণ্ড।
এবার ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নজরদারি বাড়াতে একটি ‘প্ল্যাটফর্ম’ তৈরির উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম’।

বিনিয়োগকারীদের মতে, সমন্বিত গ্রাহক হিসাব থেকে অর্থ তছরুপ রোধ করতে বিএসইসি এই যে উদ্যাগ নিয়েছে, তা খুবই ইতিবাচক। বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার পাশাপাশি পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এরই মধ্যে অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করার জন্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) নির্দেশ দিয়েছে বিএসইসি।

এর লক্ষ্য হলো- ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্মে ব্রোকারেজ হাউজগুলো প্রতিদিন পুঁজিবাজারে লেনদেন শেষে তাদের সমন্বিত গ্রাহক হিসাবের তথ্য প্রদান বা আপলোড করবে। উভয় স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ হাউজগুলোর সেইসব তথ্য যাচাই-বাছাই করবে। কোনো অসঙ্গতি পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ব্রোকারেজ হাউজে পুঁজি ও সিকিউরিটিজের সুরক্ষা নিশ্চিত করতে বিএসইসি এই উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়িত হলে ব্রোকারেজ হাউসগুলো থেকে অর্থ ও সিকিউরিটিজ তছরুপের সম্ভাবনা থাকবে না।”

“এতে সুপাভিশন ও মনিটরিং আরো জোরদার হবে। ফলে আগামীতে ব্রোকারেজ হাউজগুলোর সমন্বিত গ্রাহক হিসাব থেকে অর্থ বা শেয়ার লোপাটের সম্ভাবনা কমে যাবে।”

তবে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করতে পুনর্গঠত বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বধীন কমিশনের এ উদ্যোগটি প্রশংসনীয় বলে দাবি করা হলেও সেটার বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, “বিএসইসির এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে দেশের প্রেক্ষাপটে এটির বাস্তবায়ন খুবই কঠিন। ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি থাকতে হবে।”

“সেইসঙ্গে প্ল্যাটফর্মটি পরিচালনায় পর্যাপ্ত লোকবল ও সময় প্রয়োজন। পাশাপাশি এ কাজে কেন্দ্রীয় ব্যাংকসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনদের সর্বিক সহযোগিতার প্রয়োজন হবে। অংশীজনদের প্রচেষ্টার ঘটতি থাকলে এই প্ল্যাটফর্ম যে উদ্দেশে তৈরি করা হচ্ছে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।”

এদিকে বিএসইসি বলছে, ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম তৈরির অগ্রগতি জানতে গত ৩১ অক্টোবর ডিএসই ও সিএসইকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল ডিএসই ও সিএসইর সঙ্গে ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে বিএসইসির বৈঠক হয়েছে। পরবর্তীতে চলতি বছরের গত ৯ অক্টোবর ডিএসই ও সিএসইকে এই প্ল্যাটফর্ম তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

“পরে আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য অতিরিক্ত ২০ কার্যদিবস অর্থাৎ ৬ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম তৈরির বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে অনুরোধ করা যাচ্ছে,” বলা হয়েছে চিঠিতে।

এদিকে ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে ডিএসই ও সিএসইকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, “সমন্বিত গ্রাহক হিসাব বা সিসিএ গণনা পদ্ধতি যাচাই-বাছাই করবে ডিএসই ও সিএসই। একই সঙ্গে সিসিএ গণনা করার জন্য একটি মানসম্মত ফর্মেট তৈরি করা হবে এবং সেটা কমিশনে জমা দিতে হবে।”

“উভয় এক্সচেঞ্জ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সিসিএ গণনা করার জন্য উল্লিখিত মানসম্মত ফর্মেট প্রকাশ করবে। এছাড়া ডিএসই ও সিএসই একটি ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করবে। যেখানে স্টক ব্রোকাররা প্রতিদিন লেনদেন শেষে তাদের সিসিএর তথ্য আপডেট করবে।”

নির্দেশনায় বলা হয়েছে, “উভয় স্টক এক্সচেঞ্জ নিয়মিতভাবে সিসিএর তথ্য নজরদারি করবে। যদি কোনো অসঙ্গতি বা পরিবর্তন খুঁজে পায় তবে তারা সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷”

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, “ডিএসই ও সিএসই ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্মটি কীভাবে তৈরি করা যায়, সে লক্ষ্যে কাজ শুরু করছে। এরই মধ্যে ডিএসই একই কমিটিও গঠন করেছে। এ বিষয়ে শিগগিরই একটি প্রতিবেদন বিএসইসিতে জমা দেওয়া হবে।”

জানতে চাইলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, “এ বিষয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে। এই প্ল্যাটফর্মের বিষয়ে কাজ করার জন্য আমরা একটা কমিটি করেছি। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের পরিচালনা পর্ষদকে দেওয়া হবে। এরপর সেটা আমরা কমিশনে দাখিল করব। তবে এ কাজটা তো এককভাবে করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংক, সিডিবিএল, সিসিবিএল, ব্রোকার হাউস এপিআই কানেক্টিভিটি লাগবে। এসব সংগঠনের সমন্বয়ে একটা টিম কাজ করছে। এগুলো কীভাবে করা যায় সে বিষয়ে গবেষণা হচ্ছে।”

সমন্বিত এই প্ল্যাটফর্ম চালুর বিষয়টি ‘সহজ নয়’ বলে মনে করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার।

তিনি বলেন, “ওএমএসের সঙ্গে ব্যাক অফিসের সমন্বয় (ইন্টিগ্রেশন) অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এর জন্য বাজার এখনো প্রস্তুত নয়। প্রযুক্তিগত দিক থেকেও আমাদের তেমন প্রস্তুতি নেই।”

“ব্যাকঅফিস সফটওয়্যার সরবরাহকারী ভেন্ডরদের বিএসইসিতে তালিকাভুক্তিই এখনো শেষ হয়নি। এ জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। তাই এই দুইটি বিষয়ের ইন্টিগ্রেশনের জন্য আরো সময় প্রয়োজন।”

বিএসইসির কিছু পদক্ষেপ
গত ১৯ নভেম্বর সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ মডার্ন সিকিউরিটিজকে ১ লাখ টাকা ও আনোয়ার সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

গত ১৭ নভেম্বর পিএফআই সিকিউরিটিজের স্টক-ডিলার এবং স্টক-ব্রোকার নিবন্ধন সনদ নবায়ন স্থগিত করেছে বিএসইসি। গত ২১ আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটির গ্রাহকের পাওনা হিসাবে ২৮ কোটি ১৮ লাখ টাকা ঘাটতি রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির নিবন্ধনের মেয়াদ শেষ কারণে নবায়নের যে আবেদন করা হয়েছে তা গ্রহণ করা হয়নি।

গত ১৫ নভেম্বর সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকায় পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সাবভ্যালি সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই। গত ৭ নভেম্বর সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেডকে ৫ লাখ টাকা এবং এনএলআই সিকিউরিটিজকে ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সর্বশেষ চলতি বছরের গত গত ২০ আগস্ট ডিএসইর পরিদর্শন দল মশিউর সিকিউরিটিজের সমন্বিত গ্রহক হিসাবে ৬৮ কোটি ৫৮ লাখ টাকা ঘাটতি শনাক্ত করে। বিভিন্ন গ্রাহকের পোর্টফোলিওতে থাকা শেয়ার বিক্রি করে ৯২ কোটি ৩৫ লাখ টাকা সরিয়েছে প্রতিষ্ঠানটি। এরই ধরাবাহিকতায় ব্রোকারেজ হাউজটির ব্যাংক ও বিও হিসাব স্থগিত করা এবং অর্থ লোপাটের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা যেন বিদেশ পালিয়ে যেতে না পারেন, সে লক্ষ্যে ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দিয়েছে বিএসইসি।

২০২০ সালের জুনে ক্রেস্ট সিকিউরিটিজের বিরুদ্ধে ৬৫ কোটি টাকা, ২০২১ সালের জুনে বানকো সিকিউরিটিজের বিরুদ্ধে ৬৬ কোটি টাকা এবং একই বছরের ডিসেম্বরে তামহা সিকিউরিটিজের বিরুদ্ধে ৬৮ কোটি টাকা সমন্বিত গ্রহক হিসাব থেকে আত্মসাতের অভিযোগ উঠে। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে না পারায় ২০২২ সালের ৩ মার্চ তামহা সিকিউরিটিজ, বানকো সিকিউরিটিজ ও ক্রেস্ট সিকিউরিটিজের লেনদেন স্থগিত করা হয়।

ব্রোকারেজ হাউজগুলোর বিরুদ্ধে সমন্বিত গ্রাহক হিসাবের অর্থ লোপাট দীর্ঘদিনের অভিযোগ। এমন পরিস্থিতিতেও বিগত সরকারের আমলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।

তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসির খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকা ব্রোকারেজ হাউজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম বলেন, “বিএসইসির এই উদ্যোগটি অবশ্যই ভালো উদ্যোগ। সমন্বিত গ্রাহক হিসাব থেকে অর্থ লোপাট বা ঘাটতির অভিযোগ এখন হরহামেশাই শোনা যায়। এর নেতিবচক প্রভাব বিনিয়োগকারীদের মধ্যে পড়েছে।

“তবে বিনিয়োগকারীদের পুঁজির রক্ষায় বিএসইসি যে উদ্যোগ নিয়েছে, তা পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে কার্যকরি ভূমিকা রাখবে বলে আশা করি।”

স্টাফ রিপোর্টার November 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছেঃ ড. আসিফ নজরুল
Next Article সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

August 2025
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
« Jul    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে সিইসির সামনে মারামারি

By স্টাফ রিপোর্টার 21 minutes ago
জাতীয়তাজা খবর

ভিসা অব্যাহতিসহ বাংলাদেশ-পাকিস্তানের ৬ চুক্তি-সমঝোতা

By স্টাফ রিপোর্টার 24 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের জানা অজানা বিভিন্ন ইতিহাস নিয়ে জানতে হবে নতুন প্রজন্মকে পর্ব ৪৯

By করেস্পন্ডেন্ট 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

অর্থনীতি

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমল

By করেস্পন্ডেন্ট 2 months ago
অর্থনীতিতাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১০ মাসে আইপিওশূন্য পুঁজিবাজার

By করেস্পন্ডেন্ট 2 months ago
অর্থনীতি

ব্যাংক হিসাব ও আমানত বেড়েছে স্বল্প আয়ের মানুষের

By করেস্পন্ডেন্ট 3 months ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?