
তালা প্রতিনিধি : উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের লক্ষ্যে সমমনা সংগঠনের সাথে উত্তরণের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা উত্তরণের বাস্তবায়নে ও দাতা সংস্থা এডুকো বাংলাদেশের আর্থিক সহায়তায় গত সোমবার শ্যামনগর উপজেলার পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নকশিকাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, মোঃ সাইফুর রহমান, সঞ্জয় মাঝি, মোসলে উদ্দিন লস্কর, গাজী আল ইমরান, মাসুম বিল্লাহ, একেএম শাখাওয়াত হোসেনসহ ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কারিতাস, পরিত্রাণ এবং এসডিএফ’র কর্মকর্তাগণ।