বিজ্ঞপ্তি : এলাকার মানুষ আমাদেরকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। সেজন্য আজ আমরা কাউন্সিলর হতে পেরেছি। এলাকার উন্নয়নকল্পে এলাকাবাসীর সুখে, দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন এবং এলাকাবাসীর জীবনমান পরিবর্তনে আমরা বদ্ধপরিকর।
গতকাল নগরীর ৩১ নং ওয়ার্ডের টুটপাড়া বড়খাড় আল আমিন মসজিদ চত্ত্বরে সামাজিক সংগঠন সোশ্যাল সেড আয়োজিত এক সংবর্ধণা অনুষ্ঠানে এসব কথা বলেন, ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু এবং সংরক্ষিত ১০ আসনের নবনির্বাচিত কাউন্সিলর অ্যাড. জেসমিন পারভিন জলি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আবিদ হাসান। সংগঠনের সভাপতি মোঃ হেলাল আক্তারের সভাপতিত্বে এবং সাংবাদিক আসাফুর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং খুলনা জর্জ কোর্টের জিপি অ্যাড. আইয়ুব আলী শেখ, সংগঠনের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, আল আমিন জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা মোঃ সাফায়াতুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নবনির্বাচিত কাউন্সিলরদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত