জন্মভূমি রিপোর্ট : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে যেমন বাংলাদেশ অন্যতম তেমনি বাংলাদেশের মধ্যে উপকূলীয় অঞ্চল হিসেবে খুলনা অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষ ঝড়-বন্যার শিকার হয়ে খুলনা শহরে আশ্রয় নেওয়ায় একদিকে যেমন মানুষের সংখ্যা দিন-দিন বাড়ছে, তেমনি শহরের ওপরও চাপ সৃষ্টি হচ্ছে। এজন্য উপকূলবাসীদের জন্য দুর্যোগ সহনশীল জীবনমান উন্নয়নে সরকারের সহযোগি হিসেবে বেসরকারি সংস্থাগুলোকেও কাজ করতে হবে। দুর্যোগে যাতে ক্ষতির পরিমান কম হয় সেদিকেও নজর দিতে হবে সকলকে। সিটি মেয়র বুধবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস আয়োজিত তৃতীয় বার্ষিক উপকূলীয় শিশু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
দিনব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেজেএস’র নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন শিশু প্রতিনিধি বৈশাখী সরকার ও ধন্যবাদ জ্ঞাপন করেন নয়ন। বিকেলে সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ, বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: ইকবাল হোসাইন, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি: মোহাম্মদ আব্দুল্লাহ, সরজ দাস, হাসিনা রহমান, ড. মো: গোলাম রব্বানী, চন্দন জেড গমেজ, জয়তিরাজ পাতরে, মশিউর রহমান, তমকো উচিয়ামা, খন্দকার মাহবুব হাসান ও চব গরহর নাঈম ওয়ারা।
সম্মেলনে পাঁচটি প্রযুক্তিগত সেশন পরিচালিত হয়। সেশনগুলো হচ্ছে প্রশোশন অফ চাইল্ড পার্টিসিপেশন এন্ড চাইল্ড লিডারশিপ ইন ক্লাইমেট চেঞ্জ এন্ড ডিজাষ্টার ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ এন্ড প্রটেকশন অফ চিলড্রেন উইথ ডিসেবেলিটি, ক্লাইমেট চেঞ্জ ইমপ্যাক্ট অন আরবানাইজেশন: খুলনা প্রেক্ষিত, ইউএনএফসিসি-লস এন্ড ড্যামেজ ফান্ড হাউ কোস্টাল পিপল অফ বাংলাদেশ উইল গেট বেনিফিট এবং প্লাস্টিক পলিশন এন্ড ক্লাইমেট চেঞ্জ।
এসব সেশনে বিষয়ভিত্তিক আলোচনা, সঞ্চালনা এবং প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. আশিক উর রহমান, ড. তুহিন রায়, শামীম আরেফীন, সুবর্না বার্মা, মাসুম তালুকদার, মো: আসাদুজ্জামান, শেখ অহিদুল আলম, মো: কামরুজ্জামান, ড. আতিকুল ইসলাম, মো: শফিকুল ইসলাম, এমএম চিশতি, খান মোতাহার হোসেন, হাসনা হেনা, ডা: স্বপন হালদার, সাবিরা সুলতানা নুপুর, ড. মো: গোলাম রব্বানী, মো: আব্দুল করিম, এম, নাজমুল আযম ডেভিড, মোহাম্মদ মাহমুদুল হাসান, কাজী জাভেদ খালেদ পাশা, তুষার রায়, ড. জাকির হোসেন, মো: রিয়াদ হোসেন, ড. আদিল মাহমুদ খান, গৌরাঙ্গ নন্দী, স্বপন গুহ, এমরানুল হক, ড. মো: রফিকুল ইসলাম, রাবেয়া সুলতানা, মো: আশিকুর রহমান, মাহফুজুর রহমান মুকুল, মো: আনিসুর রহমান, রেজবিনা খানম, মো: এমদাদুল হক, মো: আতিয়ার রহমান প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত