যশোর অফিস : সম্মেলনের প্রায় চারমাস পর কমিটি পেলো যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ। কমিটিতে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এলেও সভাপতি পদে বহাল আছেন আসাদুজামান মিঠু। সাধারণ সম্পাদক হয়েছেন এসএম নিয়ামত উল্লাহ।
গত বৃহস্পতিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে কমিটিকে আগামী তিনবছরে জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। নতুন কমিটির সভাপতি আসাদুজামান মিঠু বিগত কমিটিরও সভাপতি ছিলেন। আর সাধারণ সম্পাদক এসএম নিয়ামত উল্লাহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তবে পূর্ণাঙ্গ কমিটি করার ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বিজ্ঞপ্তিতে। প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম নিয়ামত উল্লাহ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ দেড়যুগ পর যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলতি বছরের ১২ জুলাই অনুষ্ঠিত হয়। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন হলেও কমিটি দেয়নি। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কিংবা কমিটি ঘোষণা না করেই চলে যান কেন্দ্রীয় নেতারা। সম্মেলনের প্রায় চার মাস পর যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ পেলো শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের কমিটি। কমিটি কতদিনে পূর্ণাঙ্গ করতে হবে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত