বিজ্ঞপ্তি : চলমান জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের মো: ওমর ফারুক বিভাগের শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি প্রথমে খুলনা সদর থানার শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হন, পরবর্তীতে জেলা পর্যায়েও তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হন। এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। রোববার বিকেলে খুলনা সরকারি বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর হারুনর রশিদের সভাপতিত্বে এবং সহকারি পরিচালক (কলেজ) ইনামুল ইসলাম বকুলের সঞ্চালনায় বিভিন্ন ইভেন্টে বিভাগের শ্রেষ্ঠদের সনদ বিতরণ অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষকের সনদ প্রদান করেন বিভাগীয় কমিশনারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ্। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, উপ-পরিচালক (কলেজ) সহযোগী অধ্যাপক মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার রুহুল আমিন প্রমুখ।
মোঃ ওমর ফারুক যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের মশরহাটি গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম নূর মোহাম্মদ শেখ ছিলেন মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। অতঃপর সরকারি ব্রজলাল কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স)সহ এমএ (মাস্টার্স) এ উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেনিসহ ডিগ্রী অর্জন করেন। তিনি ২০১৪ ও ২০১৯ শিক্ষাবর্ষে খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ও এমএড পরীক্ষায় ও প্রথম শ্রেনিসহ উত্তীর্ণ হন। ২০১২ সালের ৭ জানুয়ারি তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (বাংলা) হিসেবে মাধ্যমিক স্তরে শিক্ষকতা শুরু করেন। ২০১৪ শিক্ষাবর্ষে খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বিএড ডিগ্রি অর্জনের লক্ষ্যে ভর্তি হন। তিনি সে সময় কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। ২০২১ সালের ডিসেম্বর মাসে তিনি সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বদলী হয়ে আসেন।