জন্মভূমি রিপোর্ট : দেশের সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদিমের চাকরী জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। রোববার সকাল ১০টায় খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিষদের কেন্দ্র্রীয় নেতারা এই ঘোষণা দেন। বাংলাদেশ সরকারি কলেজ ইমাম- মুয়াজ্জিন ঐক্যপরিষদ বিভাগীয় কমিটি এর আয়োজন করে।
সভাপতিত্ব করেন সরকারি বিএল কলেজ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা এহসান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ নাসিম ও কেন্দ্রীয় অর্থ সচিব মাওলানা আ: আলিম।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, একই প্রতিষ্ঠানে চাকরি করেও ইমাম-মুয়াজ্জিনরা সামান্য বেতন ভোগ করেন। অথচ একজন চতুর্থ শ্রেনির কর্মচারীও সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করেন। তিনি বৈষম্যের বিরুদ্ধে সকল সরকারি কলেজের ইমাম-মুয়াজ্জিন-খাদিমকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সভায় খুলনা বিভাগের বিভিন্ন সরকারি কলেজ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগন উপস্থিত ছিলেন।
সভা শেষে হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসানকে সভাপতি, মাওলানা সাঈদ আহমাদ, মাওলানা আমজাদ হুসাইন ও মাওলানা রুহুল আমীনকে সহ-সভাপতি এবং মাওলানা মোহাম্মদ নুর সাঈদকে সাধারণ সম্পাদক করে সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত