
জন্মভূমি ডেস্ক : মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশানে এ অংশগ্রহণের উদ্দেশ্যে নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল রোববার মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌ-বাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ-অঞ্চল আনুষ্ঠানিকভাবে নৌ-প্রধানকে বিদায় জানান।
সফরকালে নৌ-প্রধান মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশানের ফ্লিট রিভিউ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি অংশগ্রহণকারী দেশের নৌ-প্রধানদের সমন্বয়ে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন এবং তাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এবং মালয়েশিয়া রাজকীয় নৌ-বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। পরে তিনি বিভিন্ন দেশের নৌ-প্রতিনিধি ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠানে যোগ দেবেন।
উল্লেখ্য, উক্ত মহড়ায় বিশ্বের বিভিন্ন দেশের নৌ-বাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন। সফর শেষে নৌ-প্রধান আগামী ২৭ মে দেশে ফিরবেন।