
জন্মভূমি ডেস্ক : ক্ষমতাসীনদের অগ্নিসন্ত্রাসের ফাঁদ থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করে আন্দোলনের মাধ্যমে জীবনের মূল্যে দিয়ে হলেও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই হবে আজকের দিনের শপথ।
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলেচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমান অত্যন্ত বেশি প্রাসঙ্গিক মন্তব্য করে ফখরুল বলেন, এতদিন পরেও জিয়াউর রহমানের বিরুদ্ধে এতো অপবাদ চক্রান্ত চলছে তাকে ছোট করার। কিন্তু ধ্রুব তীরের মতো সত্য জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই দেশের স্বাধীনতার সুত্রপাত হয়েছিলো। প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি জাতির সামনে ত্রাণকর্তার মতো হাজির হয়েছিল। অন্ধকার থেকে জাতিকে আশার আলোর দিকে নিয়ে গিয়েছিলেন। সবচেয়ে বড় হলো তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ তুলে এনে জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিলেন।
সরকারের লাফালাফি আজকে কমে এসেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সরকার বলছে আমরা সংঘাত চাই না, আলাপ আলোচানার মধ্যে দিয়ে সমাধান চাই। অথচ কোথায় বাধা নেই, গায়েবি মামলার হিড়িক চলছে! আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই সংগ্রাম করছি, এই সংগ্রাম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি আরো বলেন, দেশের মানুষ এখন সরকারকে বিশ্বাস করে না, তাই তাদের ক্ষমতায় রেখে ভোট হতে দিবে না। জনগণের দাবি আদায়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। সংলাপ আলোচনা নয়, আমরা শান্তিপূর্ণ ভাবেই সরকারের পরিবর্তন চাই।