জন্মভূমি ডেস্ক : সরকারের পতন ঘটিয়ে বিএনপির পদযাত্রা থামবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৭ মে) তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিকেল তিনটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচি শুরু হয়। এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোট ও দেশের মানচিত্র নিয়ে সরকারকে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। এর আগে মঙ্গলবার (১৬ মে) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
পদযাত্রা কর্মসূচি রাজধানীর উত্তর বাড্ডা সুবাস্তু ভ্যালি টাওয়ারের সামনে থেকে রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেল মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা আছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত