
ফুলতলা প্রতিনিধি : সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য পরিশ্রম আর সুদুর প্রসারী চিন্তা চেতনার ফসল বাংলাদেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ করতে আধুনিক কৃষির পাশাপাশি প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন সরকার কৃষকদের সাবলম্বী করতে সার, বীজসহ প্রতিটি কৃষিপণ্যে ভর্তূকি প্রদান করে আসছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার চরমপন্থীদের অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এতে তারা যেমন আর্থিকভাবে সাবলম্বী হবে তেমনি পরিবার পরিজনের সাথে সুন্দরভাবে জীবন-যাপনে অভ্যস্ত হবে। মঙ্গলবার ফুলতলা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠান, আত্মসমার্পনকৃত চরমপন্থীদের চেক বিতরণ, ফুলতলা সিরাতুন্নবী মহিলা মাদ্রসায় ও দামোদর মোড়লপাড়া জামে মসজিদে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
কৃষি মেলার উদ্বোধনী ও চরমপন্থীদের টাকা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোসাঃ রাজিয়া সুলতানা, মোহাম্মদ আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান, ফারজানা ফেরদৌস নিশা, বিলকিস আক্তার ধারা, এস মৃনাল হাজরা, এস এম মোস্তাফিজুর রহমান, মোছাঃ তাসমিনা হোসেন, ফাতেমা খাতুন, ফারহানা ইয়াসমিন, মোঃ মুহসিন আলী সরদার, মোল্যা হেদায়েত হোসেন লিটু, আশরাফুল আলম কচি প্রমুখ।