
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : সোমবার ২২ডিসেম্বার খুলনার ডুমুরিয়ার পাইকারি বাজারে শীতের বিভিন্ন ধরনের সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সবজিতে কেজিতে অন্তত ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। দাম কমে আসায় বাজারে স্বস্তি ফিরলেও কৃষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ডুমুরিয়া, খর্নিয়া, আঠারো মাইল, চুকনগর,পাইকারি বাজারে সবজির সরবরাহ বেড়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শসা, করলা ও টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজি। তবে অন্যান্য সবজি ৪০ টাকার মধ্যে মিলছে।
সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে বলে জানান সবজি বিক্রেতা তারেক।
ডুমুরিয়া বাজার করতে আসা গৃহিণী নাসরিন আক্তার বলেন, "সবজির দাম কমায় প্রতিদিনের বাজার খরচ কিছুটা কমেছে, কিন্তু পেঁয়াজের দাম বেশি থাকায় স্বস্তি পুরোপুরি আসেনি। বাজার যদি এভাবেই থাকে, তাহলে মধ্যবিত্তদের জন্য ভালো হবে।
এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে ডিম ও মুরগির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। বাজারভেদে ব্রয়লার মুরগির ডিম ডজনপ্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের মতোই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
চলতি সপ্তাহে নতুন করে কমেছে মসুর ডাল ও ছোলার দাম। বড় দানার মসুর ডাল কেজিপ্রতি ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। ছোলার দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ১০০ টাকায় নেমেছে। তবে খোলা পোলাও চালের দাম কেজিতে ৫ টাকা বেড়ে বর্তমানে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বেগুন ও গাজর ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে, মুলা ও শিম ২০ টাকা, নতুন আলু ও বাঁধাকপি ১৫ থেকে ২০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা কেজি। এছাড়া ব্রকলি ৪০ টাকা পিস ও লাউ ২০ টাকা পিস।
কৃষকরা জানান, সবজির উৎপাদন বাড়ায় হাট-বাজারে সরবরাহ বেড়েছে। তবে দাম কমে আসায় উৎপাদন খরচই উঠছে না, গুনতে হচ্ছে লোকসান। অন্যদিকে, বাজারে সবজির পর্যাপ্ত সরবারহ থাকায় দাম কমেছে। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত