জন্মভূমি রিপোর্ট : গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১৮২ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী। বিভাগে আক্রান্তের দিক থেকে এসময়ে মাগুরা জেলা রয়েছে শীর্ষে। গেল ২৪ ঘন্টায় মাগুরায় আক্রান্ত হয় ৪১ জন আর যশোর জেলায় ৩৮ জন। এ সময়ের মধ্যে খুলনা জেলায় শনাক্ত হয় ২০ জন, সাতক্ষীরা জেলায় ৩ জন, ঝিনাইদহ ১৭ জন, নড়াইল ১৪ জন, কুষ্টিয়ায় ১২ জন, মেহেরপুর ১৩জন। এ নিয়ে চলতি বছর খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ৫২৫ জন। আর মৃত্যু হয়েছে মোট ৭ জনের। ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন ২ হাজার ৯১৯ জন। খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে অদ্যাবধি ভর্তি আছেন ৫৩৬ জন রোগী। এছাড়া নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ওপর চাপ বাড়ছে। দিন দিন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তাতে এবার বিগত বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে খুমেক হাসপাতালে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২০ জন।
শনিবার সকালে খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৫৫৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর ছাড়পত্র নিয়েছে চার জন।
এদিকে, দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬ জন। এতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৭৪ জনে।২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত