
ক্রীড়া প্রতিবেদক : সহজ জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে (২০২৩-২৪) মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, সাবেক শিরোপাধারী বার্সিলোনা ও ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। মঙ্গলবার আসরের উদ্বোধনী রাতে ‘জি’ গ্রুপে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে। গ্রুপের আরেক ম্যাচে একই ব্যবধানে সুইস ক্লাব ইয়াং বয়েসকে হারিয়েছে জার্মানির আরবি লাইপজিগ।
‘এইচ’ গ্রুপে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সিলোনা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়ামের রয়্যাল অ্যান্টওয়াপকে। গ্রুপের আরেক ম্যাচে ইউক্রেনের শাখতার ডোনেস্ককে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগালের এফসি পোর্তো। ‘এফ’ গ্রুপে ঘরের মাঠে শুভসূচনা করেছে পিএসজি। প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে প্যারিসের পরাশক্তিরা ২-০ গোলে হারিয়েছে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডকে। ইতালির মিলানের সানসিরোতে স্বাগতিক এসি মিলান ও ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মধ্যকার গ্রুপের অপর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ডেথ গ্রুপ হিসেবে পরিচিত ‘এফ’ গ্রুপে প্রথম ম্যাচে ডর্টমুন্ডের বিরুদ্ধে ২গোলের জয় পেয়েছে পিএসজি। সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করে দুই দশক পর ফিরে আসা নিউক্যাসল চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করেছে।
অন্যদিকে রয়্যাল অ্যান্টওয়ার্পকে বিধ্বস্ত করে বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে বার্সিলোনা।