জন্মভূমি রিপোর্ট : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াত এ নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র করছে। এতসব প্রতিকূলতা প্রতিহত করে আমাদের নির্বাচনের মাধ্যমে সংবিধানকে সমুন্নত রাখতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের নির্বাচন বিরোধী আন্দোলন প্রতিহত এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করতে হলে সংগঠনকে সুসংগঠিত করার কোন বিকল্প নেই। সেজন্য সংগঠনকে ঢেলে সাজাতে হবে। তৃণমূলের কোথাও দুর্বলতা থাকলে সেখানে পুনর্গঠন করতে হবে। কেন্দ্র কমিটিকে শক্তিশালী করতে যা যা প্রয়োজন সে সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, নির্বাচনে সহযোগী সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না।
বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় সভায় বক্তৃতা করেন কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. আশরাফুল ইসলাম, জামাল উদ্দিন বাচ্চু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, শেখ সৈয়দ আলী, খ. ম লিয়াকত, নূরিনা রহমান বিউটি, আইরিন চৌধুরী নীপা ও কাউন্সিলর রোজী ইসলাম নদী।
এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান, বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ ও বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, আবুল কালাম আজাদ কামাল ও বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর সামছ্জ্জুামান মিয়া স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ নজিবুল ইসলাম নজিবসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত দলীয় কাউন্সিলরবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত