জন্মভূমি ডেস্ক : আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানকালে জুলাই-আগস্টে গণহত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসময় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মোনাজাত ইঙ্গিত করে করে দোয়া চাইলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এর আগে, সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
হাজিরকৃত আসামীরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পর্যটনমন্ত্রী ফারুক খান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।