প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না ১৯৪৯ সালের ৩ নভেম্বর তৎকালীন পিরোজপুর মহাকুমা শহরের ভান্ডারিয়া গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি বাঙালির জাতীয়তাবাদের দর্শণে বিশ্বাসী ছিলেন। ঐ সময় থেকেই তিনি মাসিক সৃজনী নামে পত্রিকা সম্পাদনা করেন। ১৯৬৮ সালে সালে তিনি সিনে পত্রিকা, চিত্রালী, ঝিনুক পূর্বাণী, মালঞ্চ ও ঝিনুক পত্রিকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর প্রকাশ করে খ্যাতি অর্জন করেন। স্বাধীনতার পর তিনি খুলনার এম এম সরকারি মজিদ মোমোরিয়াল সিটি কলেজে থেকে ¯œাতক ডিগ্রি লাভ করনে।
১৯৭০ সালে সাপ্তাহিক জন্মভ‚মি প্রকাশকালে তিনি বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালের ১৪ এপ্রিল জন্মভ‚মি দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করলে সেখানেও তিনি বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৪ সালে ২৭ জুন দৈনিক জন্মভ‚মির প্রতিষ্ঠাতা সম্পাদক শহিদ সাংবাদিক হুমায়ুন কবির বালু আঁততায়ীদের ছোড়া বোমায় নিহত হবার পর তিনি ভারপ্রাপ্ত সম্পাদক ও পরবর্তীতে ২০১৭ সাল পর্যন্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি স্বাধীনতা পরবর্তী বাংলার বাণী ও বাংলাদেশ টাইমস-এর খুলনা প্রতিনিধি হিসেবে কাজ করেন। সাংবাদিকদের স্বার্থের ব্যাপারে তিনি ছিলেন সারাক্ষণ অবিচল। সাংবাদিকদের যে কোন আন্দোলনে তিনি প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
১৯৭৬ সালে তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ২০০১ সালে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে অভিভক্ত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের তিনি সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি খুলনা প্রেসক্লাবের ১৯৯০-৯১ ও ১৯৯২-৯৩ সালের সাধারণ সম্পাদক ও ২০০৮ সালে সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অকৃতদার ছিলেন।