মোরেলগঞ্জ প্রতিনিধি : গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের নামে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে বিএনপি জোট সাংবাদিক ও পুলিশ সদস্যকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মহিলা আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমিন নাহার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তার ও নারী নেত্রী মনোয়ারা বেগম।