বিজ্ঞপ্তি : খুলনা রিপোর্টাস ইউনিটি (কেআরইউ)’র আহ্বায়ক ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী নাক-কানের সমস্যা নিয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৮ নভেম্বর কলকাতার একটি ক্লিনিকে তার অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন। সাংবাদিক, লেখক ও গবেষক গৌরাঙ্গ নন্দীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু তৈয়ব, সাবেক সভাপতি এনামুল হক, বর্তমান সদস্য সচিব মোস্তফা জামাল পপলু, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামানসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।