জন্মভূমি রিপোর্ট : দৈনিক খুলনা টাইমসের বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনির মাতা আছিয়া বেগম বুধবার সকাল ১০টায় নগরীর খালিশপুর নতুন কলোনির নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন রোগে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বাদ এশা খালিশপুর বাইতুন নূর জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা শেষে গোয়ালখালি কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মীতা জানিয়ে বিভিন্ন মহল ও প্রতিষ্ঠান শোক বিবৃতি দিয়েছেন।
॥ খুলনা প্রেস ক্লাব ॥
জনির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
॥ খুলনা সাংবাদিক ইউনিয়ন ॥
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মীতা জানিয়ে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, আসাদুজ্জামান খান রিয়াজ, নেয়ামুল হোসেন কচি, দিলীপ বর্মন, শেখ আব্দুল হামিদ, এসএম মানিরুজ্জামান, আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
॥ খুলনা টাইমস পরিবার ॥
মরহুার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক খুলনা টাইমস পরিবার। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন পত্রিকার প্রধান সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, প্রধান উপদেষ্টা এসএম কবির উদ্দিন বাবলু, সম্পাদক সুমন আহমেদ, নির্বাহী সম্পাদক ফারহা শেখ, যুগ্ম-সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রাকিব, সহ-সম্পাদক সুমাইয়া রহমান আখিঁসহ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
॥ খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ॥
জনির মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, ডিএম রেজা সোহাগ, শিশির রঞ্জন মল্লিক, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, মামুন খান, কামরুল হোসেন মনি, জয়নাল ফরাজী, এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান, আব্দুল জলিল প্রমুখ।
॥ দীপ্ত আলো ॥
সাংবাদিক জনির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দীপ্ত আলোর নেতৃবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি মো. হাসানুর রহমান তানজির, সাধারন সম্পাদক বেল্লাল হোসেন সজল, মিজানুর রহমান, প্রান্ত বিশ্বাস, লুৎফর রহমান, অনিরুদ্ধ মন্ড, মফিজুর রহমান জয়, সাব্বির ফকির প্রমুখ।
॥ নগর যুবলীগ ॥
জনির মায়ের মৃত্যুতে মহানগর যুবলীগ পরিবার গভীর শোক ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন মহানগর সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।
॥ নগর ছাত্রলীগ ॥
সাংবাদিক জনির মায়ের মৃত্যুতে মহানগর ছাত্রলীগ পরিবার গভীর শোক ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন মহানগর সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
॥ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ॥
জনির মায়ের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ মহানগর শাখা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত