
ফকিরহাট প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক ও বাংলানিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সাংবাদিক নাদিম হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেন তারা।
বিবৃতিদাতারা হলেন ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে, সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, আহসান টিটু, শেখ জুলফিকার জুয়েল, এম জাকির হোসেন, শেখ সৈয়দ আলী শেখ খারিব হোসেন, মো. সেলিম শেখ, শেখ আসাদুজ্জামান, সুমন কর্মকার, সৈয়দ অনুজ, সুমন দে, মাহবুবুর রহমান দুলু, ফকির দাউদ হায়দার বাবু, শেখ আজমল হোসেন, সোনাতন কর্মকার, মিজানুর রহমান লিটন, সাগর মল্লিক এসএ কালাম প্রমুখ।