
জন্মভূমি রিপোর্ট : একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২০ তম হত্যা বার্ষিকী সোমবার যথাযথ মর্যাদায় ও বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল খুলনা প্রেসক্লাবের সাংবাদিক স্মৃকি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, স্মরণ সভা, বিক্ষোভ মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ ও সহস্র প্রদীপ প্রজ্জলন। ২০০৪ সালের ১৫ জানুয়ারি ঘাতকেরা প্রকাশ্য দিবালোকে খুলনা প্রেসক্লাবের অদূরে মানিক সাহাকে বোমা হামলায় নৃশংসভাবে খুন করে। এই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় গত ২০১৬ সালের ৩০ নভেম্বর বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক এম এ রব হাওলাদার নয় আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে, হত্যাকাণ্ডের নেপথ্যের কুশিলবরা অন্তরালেই থেকে গেছে। স্মরণ সভা ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মামলার পুনঃ তদন্তসহ বিচার দাবি করেছেন।
গতকাল সকালে খুলনা প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে মানিক সাহার পরিবার, উদীচী শিল্পী গোষ্ঠী, রতন সেন পাবলিক লাইব্রেরী, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র পক্ষ থেকে পুষ্পমাল্য অর্অন করা হয়। এরপর ক্লাবের সাংবাদিক হুমায়ূন কবীর বালু মিলনায়তনে প্রেস ক্লাব ও কেইউজে’র পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়। মানিক সাহা দৈনিক সংবাদ ও ইংরেজি দৈনিক নিউ এইজ এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং বিবিসি বাংলার সংবাদদাতা ছিলেন।
এদিকে, বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, কৃষক সমিতিসহ অন্যান্য সংগঠানের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ছাত্র ইউনিয়ন নেতা-কর্মীরা সহস্র প্রদীপ প্রজ্জলন করেন। মানিক সাহা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, সিপিবি’র খুলনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য ও খালিশপুর থানা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
॥ খুলনা প্রেসক্লাব ॥
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম স্মরণসভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, ফারুক আহমেদ, মল্লিক সুধাংশু, রকিব উদ্দিন পান্নু ও প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র মেঝ ভাই প্রদীপ কুমার সাহা প্রমুখ। উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, এস এম কামাল হোসেন, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ মো: সেলিম, সোহরাব হোসেন, শেখ মাহমুদ হাসান সোহেল, আসাদুজ্জামান খান রিয়াজ, মোঃ হুমায়ূন কবীর, মুহাম্মদ আবু তৈয়ব, সুনীল কুমার দাস, শেখ আব্দুল হামিদ, দেবব্রত রায়, বাপ্পী খান, আব্দুস সাত্তার, দিলীপ কুমার বর্মন, রিংটন মন্ডল, প্রবীর কুমার বিশ্বাস, একরামুল হোসেন লিপুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। স্মরণসভার শুরতে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার পরিবারের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে সাংবাদিক মানিক চন্দ্র সাহার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
॥ কেইউজে ॥
খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের পরিচালনায় হুমায়ূন কবীর বালু মিলনায়তনে সাংবাদিক মানিক সাহার স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা করা হয়। এসময় বক্তারা সাংবাদিক মানিক সাহার হত্যা মামালার পুনঃ তদন্তের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলিপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, রকিব উদ্দিন পান্নু, এস এম কামাল হোসেন, প্রবীর বিশ্বাস, আব্দুস সাত্তার, দেবব্রত রায়, বাপ্পি খান, মো. হাসানুর রহমান তানজির, আবু সাইদ, হাসান আল মামুন, দিলিপ পাল, শেখ সেলিম, শামীম আশরাফ শেলী, সোহেল মাহমুদ, শহজালাল মোল্লা মিলন, তরুণ চক্রবর্তী বিষ্ণু, মেহেদী হাসান, সাগর সরকার, পলাশ চন্দ্র ঢালী, তুফান গাইন, রাজু শাহা বিপ্লব, রিংটন মন্ডল, একরামুল হোসেন লিপু, মোস্তাফিজুর রহমান, শেখ জুয়েল, শামছুন্নাহার মেঘলা, আমির সোহেল, আরিফুর রহমান সোহেল, মো. রফিক আলী, এলিন হুসাইন অন্তর, উজ্জ্বল রায়, শশাংক স্বর্ণকার প্রমুখ।
॥ সিপিবিসহ বিভিন্ন সংগঠন ॥
সিপিবি খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে খুলনা প্রেস ক্লাবে সাংবাদিক মানিক সাহা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, মানিক সাহা ছাত্র রাজনীতি শেষে পার্টির সিদ্ধান্তে শ্রমিক রাজনীতিতে যোগদান করেন। পরবর্তীতে পার্টির সিদ্ধান্তে সাংবাদিক পেশায় নিয়োজিত হন। তিনি নির্ভীক সাহসিকতার সাথে সাংবাদিকতার দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন, যা অনেকেরই মাথা ব্যথার কারণ দেখা দেয়। সমাবেশে অন্যান্যেে মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির জেলা কমিটির সদস্য ও বটিয়াঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এইচ এম শাহাদাৎ, এড. এম এম রুহুল আমিন, কিশোর রায়, সুখেন রায়, গাজী আফজাল, আব্দুল হালিম, শাহীনা আক্তার, মুক্তিযোদ্ধা কিংশুক রায়, তোফাজ্জেল হোসেন, মুক্তিযোদ্ধা নিতাই পাল, অধ্যাপক সঞ্জয় সাহা, সাইদুর রহমান বাবু, হুমায়ূন কবীর, ফরহাদ হোসেন মিটন, জাহানারা আক্তারী, গোলাম রব্বানি, পলাশ দাস, শিক্ষক নেতা প্রদীপ সাহা, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির এড. সন্দীপ রায়, এড. প্রীতিষ মণ্ডল, এড. সুব্রত কুণ্ডু, যুবনেতা আফজাল হোসেন রাজু, মৌফারশের আলম লেনিন, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, উজ্জল বিশ্বাস, জামাল হোসেন, এড. খান আজরফ হোসেন মামুন, তুষার বসু, ছাত্রনেতা নাহিদুল ইসলাম, হাবিবুল্লাহ হোসেন সবুজ, সুদীপ্ত মণ্ডল, শান্তা নিবেদিতা, বৃষ্টি গাইন, দীপ কুমার মণ্ডল, দুর্জয় হোসেন, তনুশ্রী তনু, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।