বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ সোমবার রাতে সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ কাজী হামিদ আসগার. সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান (তৌহিদ), বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, ডাঃ এস এম শামসুল আহসান মাসুম, অধ্যাপক ডাঃ বঙ্গকমল বসু, অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, অধ্যাপক এম আবুল বাশার মোল্লা, প্রফেসর ড. সোবহান মিয়া, মোঃ নাসির উদ্দিন হালদার, মোঃ হাদিউজ্জামান, ডাঃ নুরুল হুদা জনি, হালিমা ইসলাম, প্রসেনজিৎ তালুকদার, অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ রাফিজুল ইসলাম, ডাঃ দীপঙ্কর নাগ, মোঃ শফিক উদ্দিন, প্রতাপ কুমার বিশ্বাস, প্রকৌশলী মোঃ এজাজ মামুন, শেখ লুৎফুন নাহার পলাশী, আফরোজা খানম বীথি, ডাঃ নিরুপম মন্ডল, প্রকৌশলী জিএম মাহফুজুর রহমান, প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, রমেশ্বর দেবনাথ, ডাঃ মোঃ নিয়াজ মোস্তাফি চৌধুরী, মামনুল আবেদীন, শেখ আসাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত