প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৪, ৫:১০ পি.এম
সাইকেলিংয়ে দেশসেরা কেশবপুরের প্রিয়া

কেশবপুর প্রতিনিধি : ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেলিংয়ে সারাদেশের ভেতর মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কেশবপুরের প্রিয়া খাতুন। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী প্রিয়া খাতুন প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করে। এর আগে সে উপজেলা, জেলা, বিভাগ ও বরিশাল অঞ্চল থেকে জয়লাভের পর রাজশাহীতে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। প্রিয়া খাতুন কেশবপুর উপজেলার রাজনগর বাকাবশী গ্রামের শাহজাহান মোড়ল ও লাকি বেগমের মেয়ে। সে এ সাফল্যে খুশি প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া