ক্রীড়া প্রতিবেদক : ব্যাটে এবং বল হাতে অনবদ্য পারফরম্যান্স রেকর্ড ভাঙ্গা আর রেকর্ড গড়া। এ যেন তার নিত্যদিনকার ঘটনা। রেকর্ডের পাতায় নিজের নামটা তুলতে একেবারে সিদ্ধহস্ত যিনি, তিনি আর কেউ নন, বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পালন করা সাকিব আল হাসান। মাঠের খেলায় ব্যাট কিংবা বল হাতে ২২ গজে ঝড় তোলাটাই যার ধ্যান জ্ঞান। ব্যাট হাতে যত রেকর্ড গড়েছেন বল হাতেও কম যাননি মিস্টার সেভেন্টি ফাইভ। বিশ্ব মঞ্চেও নিজেকে প্রমাণও করেছেন টাইগার এই অধিনায়ক।
এদিকে বিশ্বের বাঘা বাঘা সব অলরাউন্ডারদের সঙ্গে তুলনা করা হলেও আকাশ চোপড়া মনে করেন, সাকিব সব অলরাউন্ডারদের বাবা। এমনটায় সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে জানান আকাশ চোপড়া।
সাকিবের অলরাউন্ডারের যুক্তি দিয়ে আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘সাকিব তো সব অলরাউন্ডারদের বাবা। এটা বলতেই হবে। সে বাংলাদেশের অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে? সেবার সে খেলে বুঝিয়ে দিয়েছিল এই বিশ্বকাপের আসরটা তার।’
‘বল হাতেও সাকিব দুর্দান্ত ছিলেন। সেই আসরে ৭৪ ওভার বল করেছিলেন সাকিব। ৫.৩৯ ইকোনোমিতে উইকেট নিয়েছেন ১১টি। যার মধ্যে একবার ৫ উইকেটের ম্যাচও ছিল। সুতরাং, অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান একদিকে আর বাকিরা অন্যদিকে।’
অলরাউন্ডারদের দৌড়ে আকাশ চোপড়া সাকিবের পরে রেখেছেন পাকিস্তানের শাদাব খানকে। শাদাবের পাশাপাশি রেখেছেন নেদারল্যান্ডসকে বাছাইপর্ব পার করিয়ে বিশ্বকাপে আনার নেতৃত্ব দেয়া অলরাউন্ডার বাস ডে লেডেকে।
এদিকে সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়ার দৌড়েও রয়েছেন সাকিব। তিন সংস্করণ মিলিয়ে ব্যাট হাতে ১৪ হাজার ৪৭ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। এ ছাড়া বল হাতে নিয়েছেন ৬৭৮ উইকেট। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে পুরো বিশ্ব মাতিয়ে দিয়েছিলেন সাকিব। যেখানে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত