
সিরাজুল ইসলাম, শ্যামনগর: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে সাতক্ষীরা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গীর ইকবাল হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলাম এবং শ্যামনগরের কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জয়াখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ শাহীন আলম ।
মোঃ রবিউল ইসলামকে জিআর-৪৬০/২২ নং মামলা এবং মোঃ শাহীন আলমকে শ্যামনগর থানার ১৩/৭০, তারিখ-১৪ মার্চ, ২০২৫ খ্রিঃ মামলায় গ্রেফতার করা হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর ) সকালে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, শনিবার দিবাগত রাতে পৃথক অভিযানে পুলিশ তাদের গ্রেফতার করে।
এ ব্যাপারে কথা হয় সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল এর সাথে তিনি এই প্রতিবেদককে বলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং অতিথে আরো জোরদার করা হবে। তিনি আরো বলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্যাডাররা ভিতরে ভিতরে সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে যাহা জেলা পুলিশের কাছে প্রত্যক্ষ ও পরোক্ষ তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছি।

