সাতক্ষীরা প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল সমাবেশ করেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। প্রধান নির্বাচন কমিশনার জাতীর উদ্যেশে ভাষনে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তারিখ ঘোষনা করেন। নির্বাচনের দিন ঘোষণার সাথে-সাথে বুধবার রাতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হকের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ উপজেলার নলতায় এলাকায় বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর আলী মাষ্টার,সাধারন সম্পাদক এনামুল হক ছোটসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অপারদিকে সাতক্ষীরা শহরে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ আনন্দ মিছিল বের করে।