সাতক্ষীরা প্রতিনিধি: র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে সাতক্ষীরার শ্যামনগরে আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন র্যাব-৬ এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে ১২ টি বনদস্যু বাহিনীর ৫৪ সদস্য ও তাদের পরিবারের হাতে এসব ঈদ সামগ্রী দেয়া হয়।
ঈদ সামগ্রী হিসেবে বনদস্যুর হাতে নগদ টাকাসহ চাল, ঘি, তেল, চিনি, সেমাই, গুড়া দুধ, লবন, বাদাম, কিচমিচ, দারুচিনি, পেয়াঁজ. এলাচ ও ব্যাগ প্রদান করা হয়।
সাতক্ষীরা র্যাব-৬ এর সহকারী এএসপি আবু হাসান আত্মসমার্পনকারী বনদস্যুদের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেন।
র্যাব মহাপরিচালকের পক্ষ থেকে সারা দেশের ২৭ টি আত্মসমার্পনকারী বনদস্যু বাহিনীর দুইশ ৮৪ জন বনদস্যুকে ঈদ সামগ্রী দেয়া হচ্ছে।