সাতক্ষীরা প্রতিনিধি : প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর ঐকান্তিক প্রচেষ্টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সাতক্ষীরায় দি ক্লাইমেট সিরিজ আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ সাফল্যের ধারা অব্যাহত রেখে আবারও চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের চালতেতলা কাথলিক মিশন হলরুমে সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার বাস্তবায়নে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় দি ক্লাইমেট সিরিজ আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর বিতর্ক প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও সাতক্ষীরা ইয়ূথ গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন একশনএইড বাংলাদেশ ইন্সপেরিটর শারার মাহবুব ধ্রুব, বিচারকের দায়িত্ব পালন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস, সাতক্ষীরা কমার্স কলেজের উপধ্যক্ষ কাজী তাজউদ্দিন, গাভা আইডিয়াল কলেজের প্রভাষক বিশ^নাথ কয়াল। বিতর্ক প্রতিযোগিতা ৮টি গ্রুপে কোয়ার্টার রাউন্ড দিয়ে শুরু হয়। উপরোক্ত ৪টি বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়, কারিমা মাধ্যমিক বিদ্যালয়, দ্য পোল স্টার এন্ড পৌর হাইস্কুল, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীবৃন্দ ও সাতক্ষীরা ইয়ূথ গ্রুপের সদস্যবৃন্দ পক্ষে-বিপক্ষে অংশগ্রহন করেন। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, খন্ডকালীন শিক্ষক সালমা আক্তার ও আল-আমিন, মো. তহিদুজ্জামান, তহিদ, প্রকল্প সমন্বয়কারী, সাতক্ষীরা ইয়ূথ হাবেব সদস্যবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত